• West Bengal
  • Last Updated

মায়েদের আবার নারী দিবস

“আজ একটু তোমরা মিলেমিশে থেকো প্লিস”- ছেলে এটা বলেই অফিস বেরিয়ে গেল|মাথামুন্ডু কিছুই বুঝলাম না তবে ভাবনাটা তখনই মাথা থেকে গেলোনা, কাজ এর ফাঁকেই ভাবতে শুরু করলাম আজ কি আছে এমন|বৌমার তো আজ জন্মদিন না, তবে কি আমার কিছু?এই সময় জন্মেছিলাম বলে তো আমার মায়ের মুখে কখনো শুনিনি|তবে কি আজ ওর বাবার... না তাও না|অনেক বছর হয়ে গেল, আমিই ভুলে গেলাম কিনা!সাতপাঁচ ভেবে কিছুই উদ্ধার হোলনা|

সন্ধ্যেবেলা কেক এলো, সাথে একগুচ্ছ রজনীগন্ধার স্টিক, বুঝলাম সত্যি আজ বিশাল কিছু আছে বটেই|তবে দুটো শাড়ি|হালকা গোলাপির ওপর সোনালী পার বসানো দিব্য শাড়িদুটো|তবে কার?পায়েসের বাটি সামনে, রাঁধলো কে?বৌমা তো পারেনা এসব,চাকরি করে সময় কই তার এসবের?

“আজকের জন্য অন্তত তোমরা দুজনেই আমার কাছে সমান,তোমাদের একটাই পরিচয়-আমার জীবনের দুই শ্রেষ্ঠ নারী|একই শাড়ি দুজনের, একই ফুলের গন্ধ সবার জন্য আমাদের, সাথে পায়েস আর ‘আসছে আবার শবর’ এর ৩টে নাইট শো|চলবে তো?”

মনে মনে হেসে বললাম, “দৌড়বে|”

You can share this post!

...