• West Bengal
  • Last Updated

সব খেলার সেরা বাঙালির “মহিলা ফুটবল”

বাংলার মহিলা ফুটবল নিয়ে আমরা খুব একটা পরিচিত নই| কিন্তু ভারতের উওমেনস ফুটবল লীগের মধ্যে `ক্যালকাটা উওমেনস ফুটবল লীগ’ সবচেয়ে পুরনো|ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েসন-এর পক্ষ থেকে ১৯৯৩ সালে এটি প্রটিস্থীত হয়| গত ২০০০-২০০১ সালে কলকাতার দুই নামী দল ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মহিলাদের ফুটবল খেলায় উত্সাহ দিতে কলকাতা উওমেনস ফুটবল লীগের সুচনা করে| তারপর থেকে বহু ঘাত-প্রতিঘাত পেরোতে হয়েছে বাংলা মহিলা ফুটবল টিমকে| ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এই লীগের বিজয়ী দলের নাম জানা যায়| যথাক্রমে-ইটিকা মেমোরিয়াল, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহন বাগান এফসি, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়াম| ২০১৬ সালে প্রাক্তন ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার নতুন করে লীগ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নেন|

   সৃজা ইন্ডিয়া ট্রাস্ট-এর কর্ণধার শিব শংকর দাশগুপ্ত বাংলার বীরভুম জেলার রাজনগর ব্লকের ৮টি গ্রামে স্কুল স্টুডেন্টদের নিয়ে মেয়েদের ফুটবল টিম গঠন করেন ২০১৬ সালে| এর ফলে সেখানকার মেয়েরা আলাদা মনোবল নিয়ে খেলা শিখতে শুরু করে| মহিলাদের অপ্রাপ্তবয়স্ক বিবাহ বা ঘরোয়া অত্যাচার অথবা মহিলা পাচার এতে অনেকটাই কমে এসেছে বলে মনে করেন শিবশঙ্কর বাবু| কলকাতা থেকে অরূপ মান্না কোচিং দিতে যান মাদারপুর কমিউনিটি গ্রাউন্ড-এ|

২০১৬ সালের দশমী থেকে কলকাতায় মহিলাদের ফুটবল খেলাকে প্রাধান্য দিতে `কলকাতা উওমেন্স ফুটবল ক্লাব’ প্রতিষ্ঠিত হয় বেলগাছিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ এনিম্যাল এন্ড ফিশারি সায়েন্সেস ক্যাম্পাস গ্রাউন্ড-এ| এর সভাপতি হলেন সার্থক মন্ডল এবং হেড কোচ স্বপন কুমার পাল| দলে রয়েছেন- শ্রেয়া ব্যানার্জী(গোল কীপার), আনন্দ বারবিজ, দেবাসৃতা দাস, ফারিজা রশিদ, ঝুম্পা দাস(ডিফেন্ডার), চুমকি মন্ডল, ইভান্জেলিনা সোরেন, ইফ্ফ্ত এ পরভীন, মাহী সিং, রিয়া রাও, রিংকি খাতুন(মিডফিল্ডার), অভিরূপা কুন্ডু, কৌশল্যা দোনেগান, নিরুপমা মন্ডল(ফরওয়ার্ড)|

You can share this post!

...