• West Bengal
  • Last Updated

শীর্ষে রাসমনি

বহুদিন পর ছোট পর্দায় টিআরপি বা জনপ্রিয়তা বাছাইয়ের শীর্ষে রানী রাসমনি|ছোট পর্দায় এর আগে বেশ কয়েকটি ধারাবাহিক দেখেছেন দর্শক|রামায়ন, মহাভারত থেকে বাংলায় দ্রৌপদী, শ্রী রামকৃষ্ণ, শ্রী চৈতন্য থেকে সবচেয়ে দীর্ঘদিন চলা বাংলা ধারাবাহিক সাধক বামাখ্যেপা| সেই পথের উজান বেয়ে জিবাংলায় এই মুহুর্তে সবচেয়ে আলোচিত ও চর্চিত এই ধারাবাহিক|ধর্মীয় এই ধারাবাহিকটি কয়েক মাস যাবৎ বহু প্রশংসিত|

রাসমনির পর রয়েছে “কুসুম দোলা” এবং “কে আপন কে পর” যুগ্মভাবে দ্বিতীয় স্থানে| তৃতীয় স্থানে “সাত ভাই চম্পা” ও “বকুল কথা”|চতুর্থ স্থানে “সীমারেখা”| পঞ্চম স্থানে দুটি “জয়ী” ও “রাখিবন্ধন”|ষষ্ট স্থানে “ভজগোবিন্দ”, সপ্তম স্থানে “ গোপাল ভাঁড়” ও “ভানুমতির খেল”, অষ্টম স্থানে “খোকাবাবু”, নবম স্থানে “অন্দরমহল”| দশম ধারাবাহিক হলো “আদরিনী”|

You can share this post!

...