• West Bengal
  • Last Updated
অভিনব প্রচেষ্টায় সায়কমেট্রিক টেস্ট

অভিনব প্রচেষ্টায় সায়কমেট্রিক টেস্ট

যত দিন যাচ্ছে, মহিলারা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করছে| ঘরে বাইরে দু দিক-ই সামলাচ্ছে|ভারতে এখন প্রচুর যুবক-যুবতীরা পড়াশোনার শেষে চাকরি নিয়ে নিশ্চিন্তে বাকি জীবন কাটানোর চাইতে নিজ্স্ব ব্যবসা শুরু করতে চাইছে| অনেকে আবার কিছুদিন চাকরি করে অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে নিজের ব্যবসা চালু করছে| তবে এক্ষেত্রে ঝুঁকি কিছুটা থেকেই যায়| নিজ্স্ব ব্যবসায় মূলধন বিনিয়োগ করাটাই ঝুঁকির কারন| ব্যবসা শুরুর পর চাহিদা অনুযায়ী লভ্যাংশ ফেরত না পেলে বিনিয়োগটাই মাটি| তাই এক্ষেত্রে যদি একটু অন্যভাবে শুরুটা করা যায় অর্থাৎ, যা চাইছি তাতে আমি সফল হবই, তাহলে তার থেকে ভাল আর কিছু হতে পারেনা| এই জন্যই মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স এগিয়ে এসেছে চাকরি বা ব্যবসা বা স্টার্ট আপ ব্যবসা শুরু করতে ইচ্ছুক মহিলাদের `সায়কমেট্রিক টেস্ট’ নিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে|

এই টেস্ট পুনেতে শুরু হয়েছে| এর উদ্দেশ্য, মহিলাদের দক্ষতার বিচার করা এবং তাদের কাজে উতসাহ প্রদান করা| একেবারে নতুন এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে এই টেস্ট কর্মক্ষমতার বিচার করবে| তিন ঘন্টার এই টেস্ট মারাঠি এবং ইংরেজিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে| টেস্ট দেওয়ার পরবর্তী আট কর্মদিবসের মধ্যে ফলাফল বেরিয়ে যাবে| নির্মান ক্ষেত্র, লঘু এবং মাঝারি মাপের শিল্পের ক্ষেত্রকে ত্বরান্বিত করতে মহারাষ্ট্র চেম্বার অফ কমার্স এই উদ্যোগ নিয়েছে|  

প্রসঙ্গত বলা যায়, এই সাইকোমেট্রিক টেস্ট কিন্তু বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউ তে চাকরিপ্রার্থীদের উপর করা হয় তাদের উক্ত কাজের দক্ষতা নির্ণয়ের উদ্দেশ্যে| তাছাড়া বেশ কিছু অনলাইন সাইট আছে এই টেস্ট দেবার জন্য| আমরা চাইলে নিজেরাই এই টেস্ট দিয়ে নিজেদের দক্ষতা বিচার করতে পারি| আসুন শুরু করি এক আত্মবিশ্বাসী ভবিষ্যত| যাতে কোনো রকম হতাশা আমাদের গ্রাস করতে না পারে|

You can share this post!

...