• West Bengal
  • Last Updated

ঠাকুমার ঝুলির পাঁচ অব্যর্থ দাওয়াই

কোথায় ছিল তখন আলটপকা ওষুধ খাওয়া, নামই শোনেনি কখনো কেউ “এন্টিবায়োটিক” এর| তবে কি ঝুলি থেকে বেড়াল বেরোনোর মতন করেই ঠাকুমা দিদিমার ঝুলি থেকেও বেরোত সেই অব্যর্থ দাওয়াই যা অতি সহজেই সব রোগ নির্মূল করতে সক্ষম|

১. সর্দিকাশিতে প্রয়োজন গরম রসুন তেল| একটু গরম করে হাতের তালু, পায়ের তালু, বুক ও পিঠে মালিশ করলেই সেরে উঠবে সর্দিকাশি সহজেই| সাথে রাতে ঘুমনোর আগে গলার ঠিক মাঝে সর্ষের তেলে নুন গলিয়ে লাগিয়ে রাখতে হবে|

২. স্বাসকষ্ট? এক চামচ মধুর সাথে অর্ধেক চামচ দারুচিনি মিশিয়ে রাতে ঘুমোনোর আগে খেলে সেরে যাবে স্বাসকষ্ট|প্রয়োজন হবেনা বাজারচলতি কোনো ওষুধের|

৩. খুশকি?ভিনিগার যতটা সম্ভব মাথার চামড়ার মধ্যে প্রবেশ করিয়ে ধোয়ার চেষ্টা করো|কিছুক্ষণ মাথায় রেখে শুকিয়ে নাও তারপর ধুয়ে নাও|কিছুদিনের মধ্যেই উধাও খুশকি|নিয়মিত ব্যবহার করতে হবে কিন্তু|

৪. বয়স্কদের কোষ্ঠকাঠিন্য?কিছু যষ্টি মধু খেয়ে নাও|এছাড়া প্রতিদিন আদা চা খেলেও পরিষ্কার প্রাতঃকর্ম হয়|শিশুদের ক্ষেত্রে ৬ থেকে ৮ টা কিসমিস গরম জলে ভিজিয়ে রাখো|ঠান্ডা হলে ভালো করে পিষে ছেঁকে নাও|সদ্যজাত শিশুদেরও এটা খাওয়ালে তাদের অন্ত্রের কাজ ভালো করে হবে|

৫. চোখের সমস্যা সমধান করতে চাইলে একটি পাত্রে ১ কাপ জল ও ১ চামচ মধু ৫ মিনিটের মতো গরম করে নাও| ওই জলে একটি কাপড় ডুবিয়ে বন্ধ অবস্থায় চোখে সেঁক দাও|সমস্যা উধাও|

You can share this post!

...